কাগজ সভ্যতার এক অনন্য বাহন
যার উপর রচিত হয় নানা কথন,
কখনও বা সত্য বা মিথ্যার বহন
দুঃখ নেই কোন নিয়ে লেখার ধরণ।
কাগজ সভ্যতার এক অনন্য বাহন
নানা রঙ্গে নানা ঢঙ্গে সৃষ্ট নানা কাহন,
কখনও বা মূল্যবান, কখন বা ধনবান
সময় বলে প্রয়োজনের কাহন।
কাগজ সভ্যতার এক অনন্য বাহন
জলমগ্ন প্যাদিরাস হতে সৃষ্টির ধরণ,
নানা রুপে সাজিয়েছে ধরণীর গড়ন
ধন্যবাদ তোমার রুপের কাহন।