আজকাল কলমে মঙ্গা ধরেছে সত্য লেখার লোকের অভাব রয়েছে, সুশীল সমাজের চোখ অন্ধ হয়েছে
বিবেক আজ নানা অপঘাতে মরেছে।
আজকাল কলমে মঙ্গা ধরেছে চিন্তাবিদের কলমে ঘুন ধরেছে,
সত্য না লিখে মিথ্যার সাথে আপোস করেছে
সতেরে বানী আজ কেঁদে মরছে।
আজকাল কলমে মঙ্গা ধরেছে রাজনীতি বিদেরা মিথ্যা কথার বুলি চালাচ্ছে, নিরপেক্ষগণ অবাক চোখে দেখছে
মিথ্যার ধুমজালে চারদিকে ছড়িয়ে পড়ছে।