ভাগ্যের খেলায় চলছে করোনার হালচাল
জনগনের ইচ্ছায় চলছে কেনাবেচার ঢাল,
মরছে মানুষ ধনী গরীব আর আবুল মাল
কখন যে কে মরছে চলছে দোলাচাল।
ভাগ্যের খেলায় চলছে করোনার হালচাল
ক্ষমতাবনেরা চালাচ্ছে নানা চাল,
সাধারণ মানুষের জীবনে নানা আকাল
টাকা, ডাক্তার জিনিস থাকলেও চলছে চিকিৎসার আকাল।
ভাগ্যের খেলায় চলছে করোনার হালচাল
কেউ বলছে চলছে জনসংখ্যা হ্রাসের নতুন চাল,
মানবতার বিপর্যরে চলছে ঘোড়া টালমাটাল
কখন যে কি হয় তা ভাবতে মোরা বেসামলে।