একটি কথায় সবার মন
বাংলাদেশের উন্নয়ন,
হায়রে দেশের মানুষের মন
ফানুস উড়িয়ে কাটালে ক্ষণ।
একটি কথায় সবার মন
দেশ জনপদের উন্নয়ন,
গাইছে সবাই সারাক্ষণ
কাজের বেলায় লুন্ঠন।
একটি কথায় সবার মন
করতে হবে উন্নয়ন,
ঝেড়ে ফেলতে হবে নীচু মন
মতের মিলন থাকতে হবে সর্বক্ষণ।