রাজনীতিবিদের মুখে উন্নয়ন
বাস্তবে শুধু শুণ্যের ঘূর্ণন,
কথার বুলিতে ঘুরছে জনগণ
দিশেহার দেশ প্রেমিক সজন।।
রাজনীতিবিদের মুখে উন্নয়ন
আমলারা শুধু লিখছে লিখন,
সভা সমিতিতে টাকার গর্জণ
স্থাপনা নির্মিত হচ্ছে অনুক্ষণ।
রাজনীতিবিদের মুখে উন্নয়ন
গরীব মানুষের ঘরে তেল শুণ্য লুন্ঠন,
বড়লোকের ঘরে জ্বলছে আলোক নিয়ন
আমলার পেটভারী গরীবের মরণ।