নববর্ষে ইলিশ নয় ভর্তা
আমরা সবাই এর কর্তা,
ইলিশ বাদ দিয়ে খেতে হবে ভর্তা
নুন, তেল মরিচ হবে চর্তা।
নববর্ষে ইলিশ নয় ভর্তা
এপ্রিলে ডিম ছাড়ে ইলিশ, বলেন মৎসকর্তা,
দিনের বেলা অনুষ্ঠানে ব্যস্ত কর্তা
রাতের বেলায় জীবনটাই একটা ভর্তা।
নববর্ষে ইলিশ নয় ভর্তা
দেশব্যাপী অনুষ্ঠানে ব্যস্ত কর্তা,
গলদ ধর্ম রাধুনী বানাতে ভর্তা
দিনটা কাটল কর্তার নজরদারীতে চর্তা ভর্তা।