অপেক্ষার প্রহর অতি দীর্ঘ

কিনতে তার ফল লাগে অনেক অর্ঘ্য,

কখনও মধুর কখনও তিক্ত

মূল্যের বিচারে সেযে মহার্ঘ।

অপেক্ষার প্রহর অতি দীর্ঘ

মুহূর্ত হয়ে দাঁড়ায় সুদীর্ঘ,

অপেক্ষার পর প্রাপ্তি

সে যে নাতিদীর্ঘ।

অপেক্ষার প্রহর অতি দীর্ঘ

প্রাপ্তি আর অপ্রাপ্তির দোলায় দূল্য,

অসীম অন্ধকারে ছুটে চলা

পাথর ভেঙে অট্টালিকার দূর্গ।