জন্ম: ১৮৮৫ খ্রি: মৃত্যু: ১৯৬৯ খ্রি:
জন্ম পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার পেয়ারা গ্রামে। তিনি ছিলেন একাধারে ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ। বাংলাভাষা, ভাষার ইতিহাস, সাহিত্যের ইতিহাস প্রভৃতি ক্ষেত্রে তিনি অপরিসীম অবদান রেখেছেন। ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা তাঁর জীবনের অন্যতম প্রধান একটি কাজ। বাংলা সাহিত্যের কথা, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত রুবাইয়াত-ই-ওমর খৈয়াম, ভাষাতত্ত¡ ভাষা ও সাহিত্য ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনাবালি। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস অধ্যাপক পদ লাভ করেন। একই বছর ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক নাইট অফ দি অর্ডারস অফ আর্টস অ্যান্ড লেটার্স দেয়। ঢাকা সংস্কৃত পরিষদ তাঁকে ‘বিদ্যাবাচস্পতি’ উপাধিতে ভূষিত করে। পাকিস্তান আমলে তাকে ‘প্রাইড অফ পারফরমেন্স পদক’ ও মরণোত্তর হিলাল ই ইমতিয়াজ খেতাব প্রদান করা হয়। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স তাঁকে সম্মানিত সদস্য (ফেলো) রূপে মনোনয়ন করে কিন্তু পাকিস্তান সরকারের অনুমতি না থাকায় তিনি তা গ্রহণ করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে মরণোত্তর ‘ডি লিট’ উপাধি দেয়। ১৯৮০ সালে (মরণোত্তর) বাংলাদেশের স্বাধীনতা পদক দেওয়া হয়।
১৯৬৯ সালের ১৩ জুলাই ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশে সমাহিত করা হয়। ভাষাক্ষেত্রে তাঁর অমর অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে ঐ বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ঢাকা হলের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদুল্লাহ হল। এছাড়াও তাঁর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি কলা ভবনের নামকরণ করা হয়।
Media LRT
Migration, Environment and Development Initiative Association